মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
প্রতিক্ষন সংবাদঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মারপিটের শিকার হয়েছেন ৮৭ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধা ও সংগঠক। আর এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়ায় এক আওয়ামী লীগ নেতার রোষানলে পড়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপির দায়িত্ব পালনকারী আরেক মুক্তিযোদ্ধা। তাকে দল থেকে বহিষ্কারের চেষ্টায় হাইকমান্ডে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে, হামলার ঘটনায় থানায় মামলা হলেও ৩ দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (প্রতীক মোটরসাইকেল) জানান, বুধবার সকালে উপজেলা সদরে যাবার পথে পথে মানিকদহ এলাকার পৌঁছলে কয়ড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের কর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে তার ডান হাতের কনুইয়ের উপরে ও বাম পায়ে থেতলে যায়। এ ছাড়া আরো ৫জন আহত হন।
Leave a Reply