1. : deleted-dv7TVcp0 :
  2. protikkhonsangbad@gmail.com : Hannan Mia : Hannan Mia
  3. gourangabose@gmail.com : Gouranga Bose : Gouranga Bose
  4. jmitsolution24@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

ক্ষমতাসীনদের ইশারায় মাদকের বিস্তার ও সারাদেশে লুটপাট হচ্ছে

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮৯ Time View

প্রতিক্ষন সংবাদ: একজন রাজনীতিবীদ  সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু আপনাদের (সরকার) হাতের মুঠোয়। কুক্ষিগত করে রেখেছেন সবকিছু। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না।তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে এদেশের গণতন্ত্রকামী মানুষসহ বিরোধি দলের নেতাকর্মীদের বন্দি করে রেখেছে।আজকে প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগারে। আর ব্যাংক লুটেরা, দূর্নীতিবাজরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কারণ, ক্ষমতাসীনদের ইশারায়ই সারাদেশে লুটপাট হচ্ছে। স্বাধীনতা পুনরুদ্ধার ও জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে এ নেতা আপোষহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। সরকার ভয় পেয়ে বিরোধী দলের একের পর এক নেতাকে কারারুদ্ধ করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শতশত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। যত জেল-জুলুম আসবে তাতে আরো শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা। তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী—নেতারা জনগণকে প্রতারিত করে ভাঁওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাটসহ মানুষের সহায়—সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধুর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিছু লোকের কাছে কষেটা ছাড়া টাকা চলে গেলে দ্রব্য মুল্যের দামতো বাবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024