মো: হান্নান মিয়া : আজ ৩০ এপ্রিল ছয় ঘটিকার সময় মসজিদের ছাদ পরিষ্কার করতে যায় নাঈম শেখ নামের এক যুবকের মৃতু হয়েছে, তার আনুমানিক বয়স ১৩ বছর সে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার বারইপাড়া গ্রামের নজরুল শেখ এর ছেলে সে মালখানগর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পাশের বারুইপাড়া জামে মসজিদে সকালে ফজরের নামাজ শেষে মসজিদের ছাদে উঠে পাতা পরিষ্কার করার জন্য, গত দুদিন আগে বয়ে যাওয়া ঝরে মসজিদের ছাদে অনেক পাতা পড়ে থাকে সেই পাতা পরিষ্কার করতে সে ও তার আর এক সহযোগী ছাদে ওঠে। ছাদের উপরে পড়ে থাকা গাছের ডাল অসতর্কতার কারণে বিদ্যুতের তারের সাথে সংযোগ হয়ে যায়, পরে সে কাঁপতে থাকে থাকে কাঁপতে দেখে পাশে থাকা আরেক সহযোগী তাকে ধরতে গেলে সেও গুরুতর আহত হয়।এই ঘটনায় এলাকায় অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিদ্যুতের তার এখন ঘরের উপরে মাথার উপরে জমির এখানে সেখানে বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা মৃত্যু ফাদ হিসাবে পরিচিত।
Leave a Reply