মো: হান্নান মিয়া রাজৈর সংবাদদাতা (মাদারীপুর): গতকাল রোজ শনিবার রাজৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাদারীপুর টেকের হাট বন্দরের তালুকদার প্লাজায় ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে প্রতিষ্ঠাতা /সভাপতি শেখ মো একরাম হোসেন, উপদেষ্টা কাওছার আলম মিঠু, সাবেক সভাপতি/উপদেষ্টা এফ আর মামুন, সাবেক সাধারন সম্পাদক/সহসভাপতি ই এইচ ইমন, সহসভাপতি মো: শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক বিনয় জোয়াদ্দার, সহ সাধারন সম্পাদক এস এম দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো: হান্নান মিয়া, সহ ক্লাবের বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। সহসাধরন সম্পাদক কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় ও সংগঠনিক সম্পাদক মো: সোহেল সহ ক্লাবের অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় সুন্দর মনোরম পরিবেশে এই ইফতার পার্টিটি শুরু হয়্ । ইফতার পুর্বে সংক্ষিপ্ত ভাষনে বর্তমান সভাপতি দলবল নির্বিশেষে সবাইকে একত্র থেকে কাজ করার জন্য আহ্বান করেন। ইফতার পর্ব দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা কাওছার আলম মিঠু তবে আজান শুরু হওয়ার পরও মোনাজাত শেষ না করায় অন্য আর এক সদস্যের সংকেতে মোনাজাত শেষ করা হয়।
Leave a Reply