রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন
সাকিব খান বিশেষ প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মতবিনিময় সভায় সাংবাদিক দের বের হয়ে যেতে বললেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুলের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যানারে সংবাদিকদের নাম থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর সাংবাদিক দের সেখান থেকে বের করে দেন।
এ বিষয়ে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, সবাইকে দাওয়াত দেয় নি। শুধু ক্লাবের সভাপতি কে দাওয়াত দিয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর বলেন, আপনারা কিছু মনে করবেন না। শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় হবে। সাংবাদিক ভাইদের এটা ভুল হয়েছে।
Leave a Reply