প্রততিক্ষন সংবাদঃ নায়ক-নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর থাকেন টিনেজারদের অনেকেই। সেজন্য দৌড়ঝাঁপের কমতি রাখেন না তারা।
কেউ কেউ সফলতা পান, কেউ আবার ব্যর্থ হয়ে মন খারাপ করে থেমে যান। অনেকে হন প্রতারিত।
তবে নায়িকা হতে সুলতানা রোজ নিপা নামের তরুণী যা করলেন, তা নিয়েই বানানো যাবে সিনেমা। অনেকে বললেন, সিনেমাকেও হারা মানাবে তার নায়িকা হওয়ার নেপথ্য কাহিনি।
নায়িকা হওয়ার স্বপ্ন পূরণের জন্য কী না করেছেন নিপা! ১৫ বছর ধরে বাড়ি ছাড়া, বাবার সম্পত্তি বিক্রি করেছেন, নিজের ব্যবসার টাকা বিনিয়োগ করেছেন, সিনে জগতের মন্দ লোকের পাল্লায় পড়ে ঠকেছেন; এমন আরও কত কী!
অবশেষে স্বপ্ন পূরণ হলো তার। মঙ্গলবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা। মূলতঃ কারও কাছ থেকে সহায়তা নিজেই বানালেন সিনেমা। তিনি নিজেই হলেন সেই সিনেমার নায়িকা।
সুলতানা রোজ নিপার সেই সিনেমার নাম ‘বড্ড ভালোবাসি’। ঈদ উপলক্ষে মঙ্গলবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
জানা গেছে, এই দিনটির জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছেন এই তরুণী।এ সিনেমার প্রযোজকও নিপা। নিজের জমানো অর্থ খরচ করে সিনেমাটি বানিয়েছেন তিনি।
নায়িকা হওয়ার পেছনের দীর্ঘ সংগ্রামের কাহিনির বলতে গিয়ে নিপা বলেন, আমার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। খুব ছোটবেলায় নায়িকা হওয়ার স্বপ্ন জাগে মনে। কিন্তু পরিবার বাঁধ সাধে। কিন্তু আমার জেদ চাপে, যেভাবেই হোক নায়িকা হব। সেই জেদ নিয়েই ঘর ছেড়ে ঢাকায় পাড়ি জমেই।
তিনি জানান, ঢাকায় এ গলি থেকে ও গলি ঘুরেছেন। প্রতারকদের কথায় বিশ্বাস করে ঠকেছেন। কোনোভাবেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হচ্ছিল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজেই ৮৬ লাখ টাকা ব্যয় করে সিনেমা বানিয়েছেন।
তিনি বলেন, পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছি। এছাড়া আমার বিউটি পার্লার ও গার্মেন্টসের ব্যবসা রয়েছে। সেসব থেকে টাকা জমিয়ে সিনেমায় খরচ করেছি।
প্রসঙ্গত, ‘বড্ড ভালোবাসি’ পরিচালনা করেছেন জুয়েল ফারসি। এতে রোজ নিপার সঙ্গে অভিনয় করেছেন হাসিব খান শান্ত। বাংলাদেশের পাশাপাশি এতে কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী কাজ করেছেন।
তবে নিপার ৮৬ লাখ টাকা উঠবে কিনা সেটা নিয়েই সংশয় জেগেছে। মাত্র ৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নিপা অভিনীত এ সিনেমাটি।
Leave a Reply