মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ এলাকায় র্যালী অনুষ্ঠিত হয় এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুইয়া, প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply