মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান মুন্সিগঞ্জ :মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রেলি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে সেখান থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- আলহাজ্ব আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম সোহরাব হোসেন, আওলাদ মৃধা, আব্দুল মান্নান কোম্পানি, ইকবাল হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক – এস এম মহসিন ভূইয়া, মোহাম্মদ কাওসার ভূইয়া রোবায়দুল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা ইয়াসমিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খায়ের মাঝি, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, যুগ্ম আহবায়ক মাসুদ লস্করসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply