মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিরাজদিখান উপজেলার নিমতলা শওকত মার্কেটে তৃতীয় তলায় জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ সদস্য সচিব শেখ আরফান হোসেন।
লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জুলাই২০১৯ইং তারিখে জাতীয় শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মুন্সীগঞ্জ জেলা শাখায় ৪১ সদস্য বিশিষ্ট একটি বৈধ আহ্বায়ক কমিটি অনুমোদন পাই। সেই মোতাবেক কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। গত ২৫ অক্টোবর ২০২২ইং তারিখে সম্মেলন চেয়ে কেন্দ্র বরাবর আবেদন করিলে ১৫ জুলাই ২০২৩ইং তারিখে জাতীয় শ্রমিক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখায় আমরা সম্মেলনের অনুমতি পাই। সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের প্রিয় নেতা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন উক্ত সময়ে জরুরী কাজে বিদেশে অবস্থান করায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মেলন স্থগিত করা হলো এবং আমরা পূর্বের ন্যায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। জাতীয় শ্রমিক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সোহেল মোল্লা ও সদস্য সচিব শেখ আরফান হোসেন এর নেতৃত্বাধীন চলমান বৈধ কমিটি, পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত যথাযথভাবে সাংগঠনিক কার্য্যক্রম পরিচালনা করবে।
সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক সোহেল মোল্লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি বলেন, আমাদের আহবায়ক ও সদস্য সচিব এর মাঝে মনোমালিন্য হওয়ার কারণে পূর্বে উপজেলায় দুজনের সাক্ষরে আলাদা দুটি কমিটি দেওয়া হলেও এখন সেটি সমন্বয়ের মাধ্যমে খুব শীঘ্রই এক কমিটি করা হবে। আপনাদের কমিটি বৈধ কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের একক স্বাক্ষরে জেলা একটি অবৈধ কমিটি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই অবৈধ কমিটির বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটির প্যাডে আমাদের কমিটির বৈধতা ঘোষণা করা হয়েছে।
Leave a Reply