সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
প্রতিক্ষন সংবাদ: কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইক-রিকশায় (টমটম) প্রতিদিন হাজারও নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন। ইজিবাইকে চড়ে পর্যটন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে গিয়ে এ যৌন হয়রানির ঘটনা ঘটে আসছে কয়েক বছর ধরে।বিষয়টি সমাধান সহজ হলেও উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। এতে বখাটেরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি ভুক্তভোগীদের। দেখা গেছে, একটি ইজিবাইকে মাত্র দুজন ধারণক্ষমতাসম্পন্ন হলেও কক্সবাজারে বিকল্প আরেকটি সিট বসিয়ে সেখানে আটজনকে বসতে বাধ্য করা হয়। এতে নারী-পুরুষ গাদাগাদি করে বসতে বাধ্য হচ্ছেন। এর ফলে অনেক পুরুষই ইচ্ছাকৃতভাবে নারীদের যৌন হয়রানি করে যাচ্ছেন। এভাবে শুধু কক্সবাজার শহরেই প্রতিদিন হাজারের বেশি নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছে নারী অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা নারী জাগরণ নামের একটি সংগঠন।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, ইজিবাইকের ওপরে যৌন হয়রানির শিকার ও দুজনের ধারণক্ষমতার ইজিবাইকে আটজন যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি আমার জানা ছিল না। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply