1. : deleted-dv7TVcp0 :
  2. protikkhonsangbad@gmail.com : Hannan Mia : Hannan Mia
  3. gourangabose@gmail.com : Gouranga Bose : Gouranga Bose
  4. jmitsolution24@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

জনগন কি কি সংস্কার চায়

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

০১। ১৯৯১ সাল থেকে এই দলীয় গনতন্ত্র আমাদেরকে ভাল কিছু ইপহার দিতে পারে নাই তাই বহু দলীয় গনতন্ত্র বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত গনতন্ত্র ব্যবস্থা চালু করতে হবে।

০২। রাষ্ট্র পরিচালনা করে রাস্ট্রপতি ও প্রধান মন্ত্রী তাই রাস্ট্রপতি ও প্রধান মন্ত্রীকে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে।

০৩। নারীরা সব সময় হিংসুটে হয়ে থাকে তাই কোন অবস্থাতেই নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হওয়া যাবে না।

০৪। আমাদের দেশে প্রধান দলগুলোর ভিতরে গনতন্ত্র নাই তারা কি ভাবে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত করবে।

০৫। সংবিধান সংশোধন করে জনগনের ইচ্ছার সংবিধান তৈরী করতে হবে।

০৬। ৫০% ভোটের নিচে ভোট পরলে সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে।

০৭। কোথাও একজন প্রর্থী হলে তাকে একটি প্রতিক দিয়ে আন্য আর একটি ডেমি প্রতি দিতে হবে যাতে        তাকে যদি যারা না চায় তারা ডেমি প্রতিকে ভোট দিবে এতে সকলে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে সেটা না হলে যেখানে একক প্রার্থী হবে সেখানের লোক ভোট দিতে পারবে না, তাই সকল মানুষকে ভোট দেওয়ার ব্যাস্থা করে দিতে হবে।

০৮। এন আই ডি, পাসপোট, দলিল রেষ্টারী, জম্ম নিবন্ধন, গাড়ী বি আর টি এ সহ এ ধরনের যাবতীয় জনগনের সেবা ইউনিয়ন পরিশোধ থেকে দিলে দুর্নীতি কমে আসবে আর যে দুর্নীতি করবে তাদেরকে সারা জীবন জেল বা ফাশির আদেশ রাখতে হবে।

০৯। বিচার বিভাগকে ডেলে সাজাতে হবে পুলিশ বাদী মামলা পুশিশের হতে থাকবে না পুলিশ বাদী মামলা অন্য কোন বাহিনী দিয়ে তদন্ত করতে হবে।

১০। দলীয় গনতন্ত্র এই ৫২ বছরে কোন কিছুই দিতে পারে নাই তাই দলীয় গনতন্ত্র বাদ দিয়ে আমেরিকার ন্যায় রাষ্ট্রপতি শাসিত গনতন্ত্র দিতে হবে

১১।প্রতিরক্ষা মন্ত্রনালয় আলাদা প্রতিরাক্ষা মন্ত্রী দ্বারা প্ররিচলিত হবে কোন অবস্থাতেই প্রতির্ক্ষা মন্ত্রীর দায়িত্বে প্রধান মন্ত্রী থাকা যাবে না।

১২। এম পি মন্ত্রীদের ভাতা সহ সকল সুযোগ সুবিদা কমাতে হবে।

১২। এ সরকারের আমলে যতো নির্বাচন হয়েছে যেমন ইউনিয় পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন সব বাতিল করে নতুন ভাবে নির্বাচন দিতে হবে।

১৩। মাদক ব্যাপারী ও মাদক সরবোরাহকারীর সাথে জারা জরিত তাদের সর্ব নিম্ম সাজা মিত্যু দন্ড আইন পাশ করতে হবে।

১৪। দুর্নীতি প্রমান পাইলে তার সর্ব নিম্ম সাজা হবে মিত্যুদন্ড ও জামিন অযোগ্য।

১৫। নিম্ম আদালত কাউকে ফাসি দিলে উচ্চ আদালত খালাশ দেয় সেই ক্ষেত্রে যে কোন একটি আদালত সঠিক বিচার করে নাই তাই এই দুই আদালতে যে সঠিক বিচার করেন নাই তাকে বিচারের আওতায় আনতে হবে।

১৬। মিথ্যা মামলা প্রমানিত হলে তাকেও বিচারের আওতায় আনতে হবে হউক সেটা পুলিশ বাদী।

১৭। আইনের অনেক ফুডা ফাড আছে সেই সমস্ত ফুডাফাড চিন্হিত করে ঐ সকল ফুডাফাড বন্ধ করতে হবে।

১৮। ৭২ এর সংবিধান শুধু একজনকে দেখে তৈরী করেছে তখনকার বুদ্ধিজীবিরা এখন সংবিধান জনগনের মতামতের ভিক্তিতে তৈরী করতে হবে।

১৮। নির্বাচনী খরচ এর টাকা ফর্ম জমা দেওয়ার সাথে নির্বাচন অফিসে জমা দিতে হবে, পরে সেই টাকা নির্বাচনে সরকার খরচ করবে কোন অবস্থাতেই প্রার্থীরা টাকা খরচে করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024