মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
প্রতিক্ষন সংবাদ: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন মালখানগরে মাদকের ছরাছরি। এলাকা সুত্রে জানা যায় মালখানগর চৌরাস্তার আসে পাশে কয়েকটি গুরুপে ইয়াবা, গাজা, হিরোইন, বিক্রয় করে আসছে এই মাদক বিক্রয়কারীদের কে বিভিন্ন সময় পুলিশ গ্রেফতার করলেও তারা আইনের ফুডাফাডা দিয়ে জামিনে ছারা পেয়ে একই কাজ শুরু করে। আর সহজে ধনী হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই মাদক বিক্রয় । মালখানগর চৌরাস্থার একজন দোকান্দার ব্যাবসায়ী বলেন এলাকার চিহ্নিত কিছু পরিবারের লোকজন এই এলাকাকে মাদকের অভয় অরন্য বানিয়ে ফেলছে, তিনি আরো বলেন পরিবারের সবাই যদি মাদক বিক্রয় করার কাজে জড়িত হয়ে পরে তা হলে তাদের এই অপকর্মের বিচার সামাজিক ভাবে কার কাছে দিবো। বাবা মা ছেলে ছেলের বৌ সাবাই একই কাজে জড়িত আমরা যে কোন উপায় এই মাদকের সর্গরাজ্য থেকে পরিত্রান চাই। স্থানীয় একজন সাংবাদিক বিষয়টি নিয়ে উদ্বেক প্রকাশ করেন। সিরাজদীখান উপজেলার দায়িত্বরত কর্মকর্তা বলেন গতকাল আমরা মালখানগর থেকে চারজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছি বাকিদের ধরতে আমাদেরকে আপনারা সহযোগিতা করেন আর এ বিষয় জরুরী ভিক্তিতে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply