মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
প্রতিক্ষন সংবাদ: মাদারীপুর টু ঢাকার ভাড়া হঠাত করে ৪০০ টাকা বানিয়ে ফেলছে অত্র এলাকায় চলাচল করা পরিবহন মালিক। সব চেয়ে ভাল খবর হচ্ছে মাদারীপুর থেকে টেকের হাটের দুরত্ব ৩২ কিলো মিটার যারা টেকের হাট হইতে ঢাকা আসবে তাদেরকেও ৪০০ টাকা গুনতে হবে, মানে পিছনের ৩২ কিলো মিটারের ভাড়া সহ তাদের টাকা গুনতে হবে, স্বাধীন দেশে এ ধরনের নৈরাজ্য শুধু হচ্ছে একচাটিয়া ক্ষমতায় থাকার কারনে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মাঝে মাঝে এই রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলে, কিন্তু পেরে উঠতে পারে না। পরিবহনের শ্রমিক ফেডারেশনের প্রধান নেতা এই মাননীয় এম পি আজীব এর কনর্ধার থাকবেন এটা ভাবতেই যে কেমন লাগে। একটা সংগঠনের নেতা কোন পরির্বতন হয় না।এ বিষয় বিভিন্ন অন লাইন প্লাট ফর্মে এই পরিবহন গুল বয়কট করার ডাক দিলেও সঠিক প্রচারের অভাবে ও মিডিয়ার নজরে না আসার কারনে তা বাস্তবায়ন হচ্ছে না।
Leave a Reply