শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
প্রতিক্ষন সংবাদ:- মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বারৈপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন বৃদ্ধা হত্যা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকা সুত্রে যানাযায় যে আগামী ০৫ নভেম্বর ২০২২ ইং রোজ রবিবার বিকাল ০৪ ঘটিকার সময় অলমেছ বেগম (৮০) এর সাথে আসামী আপন শেখ (৩২) পিতা: জলিল শেখ,রিফাত শেখ (২০) পিতা: রিপন শেখ,এদের সাথে অলমেছ বেগমের কথা কাটাকাটী হইলে আসামীরা হাতে চা পাতী ও দা নিয়ে তাকে মারতে আসলে তাদের এহেন আচরনে ঘটনা স্থালেই বেহুস হইয়া পরে যায়,পরে তাকে তার ছেলে মেয়েরা ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ দেখে ডা: ঢাকা মডিক্যালে নিয়ে যাওয়া জন্য পরামর্শ দেন। ঢাকা মেডিক্যালে নেওয়ার পথেই সে আনুমানিক রাত ০৯ ঘটিকার সময় মারা যায়, মৃত লাস বাড়ী আনার পরে, মৃত ব্যাক্তির নাতী আরিয়ান শেখ আনুমানিক রাত ০৯৩০ ঘটিকার সময় পাশের দোকানে মোমবাতী ও আগর বাতী আনতে গেলে তাকে একা পেয়ে আসামীরা ৪/৫ জন দেশীয় অস্রসস্র নিয়া সবাই একযোগে আক্রমন করলে সে গুরুতর আহত হয় এবং সে বর্তমানে ইছা পুরা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি?সাথীন আছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার কর্মরত ডিউটি অফিসার বলেন বিষয়টি অতি বেদনাদায়ক মামলা রুজু করার মতো যেহেতু বাদী পক্ষ মামলা মোক্কাদমায় যেতে চায় না তাই বিষয়টি অভিযোগ আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
Leave a Reply