মাদারীপুর রাজৈরে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মোঃ হান্নান মিয়া ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট কুমার নদিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমার নদের দুই পাড়ে কয়েক লক্ষাধিক উৎসুক জনতা তীব্র রোদ্র উপেক্ষা করে নৌকা বাইচ উপভোগ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হরেক রকম নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাকা, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর,বরিশাল, গোপালগঞ্জসহ মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নৌকা বাইচে অংশ নেয়।
ক্ষণিক সময় হলেও নৌকা বাইচ প্রেমী লোকজনে নদীর দুই পাড় ছিল কানায় কানায় পূর্ণ। দোকানিরা বাহারি রকমের পসরা সাজিয়ে বসেছেন। তবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজৈর উপজেলা আচমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে শিল্পপতি শাহিন চৌধুরীর অর্থায়নে স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ এর উদ্যোগে এ জমকালো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
Leave a Reply