মোঃ হাবিবুর রহমান মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিআর মামলা নং-১৫৩/২০ ধারা-দঃ বিঃ ৪২০ এর পলাতক আসামীকে গ্রেফতার করেছে।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে পুলিশ।শুক্রবার ২৩ জুন দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) এর দিক নির্দেশনায় এসআই মোঃ ফকরুল হাসান ফারুক, এএসআই মোঃ ইসলাম উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ সিরাজদিখান থানাধীন পশ্চিম রাজদিয়া অভিযান পরিচালনা চালিয়ে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামের চেরাগ আলীর ছেলে আতাউর রহমান (আতিক)।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,
উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করি।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply