রাজৈর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও বাসের মুখামুখি সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টাবর) রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের শানেরপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ মাতুব্বর (৩০) রাজৈর উপজেলার মোল্লাদি বাজিতপুরের গ্রামের কালু মাতুব্বরে ছেলে ও ঢাকাতে কাপড়ের ব্যবসা করতো।
নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইল বাড়ি গ্রামের সিরাজুল খানের মেয়ে নূপুর আক্তার (১৮)। রাজৈর থানার ওসি আলমগীর হাসান বলেন নিহত দুজন সম্পর্কে বন্ধু হতে পারে। তবে তারা নিকট আত্মীয় নন।
এই ঘটনায় মস্তফাপুর হাইওয় পুলিশ ঘাতক বাসটিক আটক করছ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজৈর থানার ওসি আলমগীর হাসান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন সেন্টমার্টন পরিবহনর সাথে টেকেরহাট থেকে মোল্লাদি গ্রাম গামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময়য়ে মোটরসাইকেল আরোহী পলাশ মাতুব্বর ও নূপুর আক্তার ঘটনাস্থেই নিহত হন। এখটনায় আরেক পথচারী আহত হয়েছেন, তার নাম জেসমিন বেগম, তিনি বরিশালের বাবুগঞ্জের জালালের স্ত্রী।
ঢাকা-বরিশাল মহাসড়কর মস্তফাপুর হাইওয় পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল মোল্লা বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছ।
Leave a Reply