মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন
হান্নান মিয়া : গত ৩০ শে জুন গভির রাত মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলাধীন মালখানগর বটতলা নামক স্থানে এই আগুনের সুএ পাত ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভীসের বারাতে যানা যায় যে গত রাত আনুমানিক ৩ টার দিকে পাশের দোকান্দার প্রথমে আগুন দেখতে পায়, পরে সেসহ আসেপাশের লোক জন ও ফায়ার সার্ভীসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনের সুএপাত কি ভাবে হয়েছে যানা যায়নি, তবে সবার ধারনা বিদুতের তার থেকে আগুন লাগতে পারে, এতে ওখানকার ১০/১২ টি দোকান পুরেগেছে। ব্যবসায়ীরা খবর পেয়ে আসে পাশের দোকানের মালামাল কিছু সরাতে পারলেও বেশির ভাগ মালামাল পুরেগেছে, এত আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন রাতের বেলায় লাগায় আর তখন বেশির ভাগ দোকান মালিক ও কর্মচারীরা বাসায় অস্থান করায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি
Leave a Reply