শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা বিরোধে এক নারী হত্যা মালখানগরে জিয়াউর রহমান ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সিরাজদিখানে সংগঠন বিরোধী কার্যক্রম ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রতিবাদ সমাবেশ লুট করে আমেরিকা নিলে সব সম্পদ রেখে দেবে এ দেশেকে সুন্দর করুন সিরাজদিখানে বজ্রপাতে নিহত দুই সিরাজদিখানে ৩০ পিস ইয়াবা সহ ১নারী এবং১পুরুয় গ্রেফতার  সিরাজদিখানে হাফেজ ফজলুল হক কে সংবর্ধনা-মুন্সীগঞ্জ সুপ্রিমকোর্ট পাকিস্তানের কেন এত শক্তিশালী অপর দিকে বাংলাদেশের সুপ্রিমকোর্ট ধেয়ে আসতে আসছে ঘূর্ণিঝড় মোচা মাদকের রমরমা ব্যাবসা মুন্সীগঞ্জ সিরাজদিখানের মালখানগরে ১০০ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই জুনে
স্ত্রীকে  প্রয়োজনে মার ধোর করার পরামর্শ দিলেন নারী মন্ত্রী

স্ত্রীকে  প্রয়োজনে মার ধোর করার পরামর্শ দিলেন নারী মন্ত্রী

প্রতিক্ষন সংবাদঃ পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সারা বিশ্ব যখন সোচ্চার তখন অবাধ্য বউকে সবক শেখাতে মারধর করার পরামর্শ দিয়েছেন এক নারী মন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ ইনস্টাগ্রামে একটি  ভিডিও পোস্ট করে এই পরামর্শ দেন।

দুই মিনিটের ওই ভিডিওতে সিতি জাইলাহ বলেন, স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত। মালয়েশিয়াবাসীকে সংসারিক বিষয়ে পরামর্শ দিতেই ইন্সটাগ্রামে ওই  ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, যে সব নারী কথা শোনেন না তাদের অনুশাসন করার  উচিত স্বামীর। শাসনে  কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।

ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই তবেই তার সঙ্গে কোনো বিষয়ে কথা উচিত।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্বামীর মর্জি বুঝে, তার খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তার সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।

এদিকে সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ।

এক নেটিজেন বলেছেন, পুরুষ, নারী, শিশু বা পশু কাউকেই মারার অধিকার থাকতে পারে না কোনো মানুষের। লজ্জাজনক মন্তব্য!

আরেক নেটিজেন বলেন, ছি! আপনি একজন মন্ত্রী! এমন মন্তব্য কী ভাবে করতে পারলেন! আপনার  উচিত পদত্যাগ করা।

তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021
Design & Developed BY JM IT SOLUTION